khubmoja
Thursday, 27 August 2020
Saturday, 11 July 2020
- ইবনে আমিন
- বৃষ্টির জন্য প্রার্থনা
মাটির হাহাকার দেখেছি আমি
চৌচির হয়েছে ফেটে তার বুক
তাই বৃষ্টির জন্য এতো উন্মুখ
প্রার্থনা করি, বৃষ্টি দাও অর্ন্তযামী।
বৃক্ষগুলো কাঁদছে অহর্নিশ
পাখিদের কন্ঠে নেই গান
মরু শুষ্কতায় ওষ্ঠাগত প্রাণ
আর্তি, চঞ্চুতে দুর্বিষহের শীষ।
বৃষ্টির প্রতীতী অপেক্ষা সবখানে
কখন ভিজবে পাতা ও মাটি কে জানে!
প্রাণের স্পন্দনে পানি সবথেকে দামী
বৃষ্টি দাও, বৃষ্টি দাও-আকাশ ফুটো করে
বৃষ্টি দাও, হে অর্ন্তযামী।
Friday, 15 May 2020
জন্ম ও মৃত্যু এ সত্যকে ধারণ করে ই মানুষ ও প্রাণীকূলের জীবন। মানুষের বিশেষত্ব হল সে তার জীবনকে নানা কর্ম দিয়ে মানবতা দিয়ে চিন্তা ও চেতনা দিয়ে জীবনকে পরিপূর্ণতা দেয়ার চেষ্টা করে যা অন্য প্রাণীরা পারে না। মানুষ তার জীবনের প্রতিটা অধ্যায়কে সুনিপূণভাবে সাজাবার প্রয়াসে কাজ করে চলে। মানব জনমকে সার্থক করতে তার থাকে নিরন্তর প্রয়াস।
আমরা সামাজিকভাবে দলবদ্ধ থাকি। জন্ম-মৃত্যু সকল মানবিক বিষয়ে মানবসম্প্রদায় এক ও অভিন্ন।
(কবি মনিরুল টিটুর এক জন্মদিনে লেখক ও শিক্ষক জনাব, দেলওয়ার (যুক্তরাষ্ট্র প্রবাসী),মরহুম আলমগীর চৗধুরী (সদ্য প্রয়াত),মি. জুয়েল (যুক্তরাজ্য প্রবাসী), সংগীত শিল্পী সুহেল প্রমুখ।
Thursday, 1 June 2017
আড্ডা-কবিতা-গান-গল্প এবং পাখি-ফুল
আড্ডা। নিছক সময় কাটানোর আড্ডা নয়। আড্ডা সৃষ্টিশীলতার। নতুন কিছু উদ্ভাবনের। আড্ডা হবে কবি ও কবিতার। শিল্প ও শিল্পীর। আসুন, একটু সময় আড্ডামারি।
Subscribe to:
Posts (Atom)
-
ইবনে আমিন বৃষ্টির জন্য প্রার্থনা মাটির হাহাকার দেখেছি আমি চৌচির হয়েছে ফেটে তার বুক তাই বৃষ্টির...
-
আড্ডা। নিছক সময় কাটানোর আড্ডা নয়। আড্ডা সৃষ্টিশীলতার। নতুন কিছু উদ্ভাবনের। আড্ডা হবে কবি ও কবিতার। শিল্প ও শিল্পীর। আসুন, একটু সময় আড্ডা...